
জোছনায় ফুল ফুটেছে পান্ডুলিপি তৈরীর গল্প
May 8, 2014
অপেক্ষার এক রাত – বাংলাদেশ প্রতিদিন
January 17, 2025
মানুষ ছবি
“খোকন তার দরিদ্র পিতাকে মুক্তি দিয়ে গেছে” উপন্যাসের এই বাক্যটি আমার ভিতরের সমস্ত হাড়গুলোকে নাড়িয়ে দিয়েছে। সন্তানের মৃত্যুতে একজন পিতা কতটা কষ্ট পেলে, সমস্ত অভাবের চিত্রকে বুড়ো আঙুল দেখিয়ে, ঘাড় বাকিয়ে হেসে এমন কথা বলতে পারেন।
নিম্ন মধ্যবিত্তদের নিয়ে একটা উপন্যাস লেখা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। ছোটবেলায় একটা খেলা খেলতাম- আমি যা দেখতে পাই, তুমিও কি তা দেখতে পাও । ঠিক এ ভাবনা থেকে উপন্যাসটি লিখতে শুরু করি । সোমেন চন্দ নিম্ন মধ্যবিত্তদের যে ভাবে দেখতে পেয়েছিলেন, আমিও কি সে ভাবে দেখতে পাই?
আমি মনে করি মানুষ ছবি উপন্যাস বাংলার প্রত্যেকটা পরিবারের গল্প।
বইটি পড়ে সবার ভালো লাগলেই কেবল আমার লেখা সার্থক হবে । আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারব। সবার জন্য শুভ কামনা ও ভালোবাসা ।