
জোছনায় ফুল ফুটেছে
January 24, 2025
নীলস্বপ্ন
January 26, 2025
প্রেমিকার কঙ্কাল
উপন্যাসটির পয়েন্ট অব রেফারেন্স তৈরি করতে সাড়ে চার বছর সময় লেগেছে। তারপর লেখার জন্য প্রস্তুত হই। ২০২২ সালের সেপ্টেম্বরের ১০ তারিখ লেখাটি শুরু করি। খুব ভালো ভাবেই লেখা এগুচ্ছিল।
হটাত করেই শুরু হল ঝর হাওয়া। প্রথম যেদিন উপন্যাসটি লিখতে বসি সেদিন আমার ছেলে নিভান ভীষণ অসুস্থ হয়ে পড়ল।
১৬ অক্টোবর ২০২২ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমার বাবা হটাত ইন্তেকাল করেন। এরপর থেকে আর ঘুম হয় না।শুধু বিছানায় এপাশ ওপাশ করি। ব্যথায় সমস্ত শরীর নীল হয়ে উঠে।পাঁজরের হাড় গুলো ভেঙ্গে ভেঙ্গে যায়। উপন্যাসটি ১৪ টি চ্যাপ্টারে শেষ হয়েছে । তখন বোধহয় ৮ টি চ্যাপ্টার শেষ হয়েছিল। মনের অবস্থা কিছুটা ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখতে লাগলাম ।আবার লেখায় ফিরে গেলাম। বাবার মৃত্যুর ঠিক উনিশ দিনের মাথায় আমার শ্রদ্ধেয় বড় চাচা তিনিও পরলোক গমন করলেন।
এই উপন্যাস লেখার সময়টি আমার জীবনের সবচেয়ে কঠিন একটা সময়। আজন্ম মনে রাখার সময়। আসলে বলতে গেলে লেখক হয়ে উঠা খুবই কঠিন । চাইলেই লেখক হওয়া যায় না।অনেক ধৈর্য , ত্যাগ, সাধনার বিষয়। আবেগের বসে হুট করে লেখা শুরু করা যায় কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকায় হলো পরম সত্য।